জার্মান ফুটবলের শীর্ষ দুই লিগের ১০ জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জার্মান ফুটবলের শীর্ষ দুই লিগের ১০ জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে লিগ শুরুর প্রথম ধাপ হিসেবে ৩৬টি ক্লাবের ১ হাজার ৭২৪ জন খেলোয়াড়কে করোনা পরীক্ষা করায় কর্তৃপক্ষ। যেখানে কোভিড নাইটিন ধরা পড়ে ১০ ফুটবলারের দেহে।
তবে, আক্রান্তদের নাম প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ। জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে করোনা-আক্রান্তদের নাম পাঠিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে বেশি- বুন্দেসলিগার এফসি কোলন ক্লাবের ৩ ফুটবলার আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে, জার্মান লিগ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, চলতি সপ্তাহেই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।