জালিয়াতির হোতা রাগীব ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পিরোজপুরে জালিয়াতির হোতা রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে প্রতারিত দুই ব্যক্তি।
গতকাল সন্ধ্যায় ও আজ এ মামলা দুটি দায়ের করা হয়। এর আগে সোমবার এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ধর্মীয় অনুভুতিকে হাতিয়ার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা আদায় করে তারা। গত ৯ সেপ্টেম্বর প্রতারকদের বিরুদ্ধে মামলা হয়। বেশ কিছু অভিযোগ আমলে নেয়ার পর যৌথ অভিযানে রাগীব আহসান ও তার তিন ভাইকে গ্রেফতার করে পুলিশ ও রেব।