জাল ছলেনামা তৈরী করে ২’শ পরিবার উচ্ছেদের পায়তারা শুরু
- আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরতলীর কারারগাতী ও কুয়াডাঙ্গায় জাল ছলেনামা তৈরী করে ২’শ পরিবারসহ সরকারী জায়গা দখল করে উচ্ছেদের পায়তারা শুরু করেছে প্রভাবশালীরা।এরইমধ্যে উচ্ছেদ আতংকে রয়েছে এসব এলাকার মানুষ। নিজেদের জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্তরা। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কারারগাতী গ্রামের যুবক মঙ্গল বিশ্বাস। বৃদ্ধ মা-বাবা আর প্রতিবন্ধি দুই বোনকে নিয়ে ৩৭ শতাংশ জমির উপর বসবাস করছেন দীর্ঘদিন। কিন্তু ওই এলাকার প্রভাবশালী সাবু চৌধুরী ১৯৬২ সালের জাল ছলেনামা সৃষ্টি করে জমি দখলের চেষ্টা করছে। শুধু মঙ্গল বিশ্বাস নয়, কারারগাতী ও কুয়াডাঙ্গা গ্রামের ২’শ নিরীহ পরিবার ও সরকারী ৭ একর ৭৭ শতাংশ জমি দখলের চেষ্টা করছে এই চক্রটি।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবু চৌধুরী ক্যামেরার সমানে কথা বলতে চাননি। তবে মোবাইল ফোনে তাদের পৌত্রিক সম্পত্তি দাবি করে আদালতে মামলা চলছে বলে জানিয়েছেন। এদিকে, বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক।
জমি উদ্ধারসহ দখলদারদের কবল থেকে রেহাই পেতে, শিগগিরই ব্যবস্থা নেবে প্রশাসন, এমনই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর।