জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৯:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
জাল টাকার হোম ডেলিভারি- অবাক হলেও এমনটি করে আসছিল একটি চক্র। ফেসবুকের একাধিক পেইজে বিজ্ঞাপন দিয়ে জাল টাকা বিক্রি করে করছিলো চক্রের সদস্যরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তারের পর রেব বলছে, গত ১ বছরে প্রায় ২ কোটি টাকা মূল্যমানের জাল নোট বাজারে ছেড়েছে এই চক্রটি। অল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় জাল টাকা তৈরি ও বিক্রির কাজে জড়িয়েছে তারা।
১ লাখ টাকা মূল্যের জালনোট মাত্র ২০ হাজার টাকা। আর তা ৭২ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারি। ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল একটি জালনোট তৈরি চক্রের সদস্যরা।
মঙ্গলবার রাতে ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে এই চক্রের ৪ জনকে গ্রেপ্তার করে রেব। বুধবার কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তার দিদার ও সুজন গ্রাহক যোগাড় করতো জানিয়ে তিনি আরো বলেন, ফেসবুক পেজ ও গ্রুপ ব্যবহার করে বাজারে ছাড়ার কাজ এই দুজনই করতো। মূলত মাছ বাজার, লঞ্চঘাট আর বাসস্টান্ডে জাল টাকা বাজারে ছাড়তো তারা।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫২ লাখ জাল টাকা জব্দ করা হয়েছে।