জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি প্রস্তুতকারী সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি প্রস্তুতকারী সিন্ডিকেটের মূল হোতা আবু ইউসুফসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল বিভাগ।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগর ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।