জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন জো বাইডেন
- আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশি কোনো নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তিনি এ বৈঠক করেন।
করোনা ভাইরাসের কারণে বাইডেনের সঙ্গে জাস্টিন ট্রুডোর এ বৈঠক ছিল ভার্চুয়াল। বাইডেন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে এবং ট্রুডো অটোয়া থেকে আলোচনায় অংশ নেন। বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা ২০৫০ সাল নাগাদ বায়ুদূষণ শূন্যের কোটায় নামিয়ে আনতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ বাড়াতে একমত হয়েছেন। জাস্টিন ট্রুডো বলেন, বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে যোগ্য নেতৃত্বের অভাব তিনি বোধ করেছেন– বিশেষ করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে। এখন যখন তারা যৌথ ইশতেহার দিতে চলেছেন, তখন আমেরিকানরাও আবার জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবতে শুরু করেছে। অপরদিকে বাইডেনও ট্রুডোকে বলেন, কানাডার চেয়ে আমেরিকার এতো ঘনিষ্ঠ বন্ধু আর নেই।