জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রীকে বহিস্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনিয়র এক ছাত্রকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রীকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে তাদেরকে এ শাস্তির সুপারিশ করা হয়। পরে সিন্ডিকটের বিশেষ সভায় সুপারিশটি আমলে নিয়ে তাদেরকে বহিস্কারাদেশ দেয় সিন্ডিকেট। এর আগে সোমবার রাত বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুমাইয়া ৪৪ ব্যাচের এক ছাত্রকে থাপ্পড় মারে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে দুই ছাত্রী। পরে ভুক্তভাগী ওই ছাত্র রাত বারোটার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেন। বহিস্কারকৃতরা হলেন- বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে ইকরাম ও তার বান্ধবী একই বিভাগের আনিকা তাবাচ্ছুম মিম। সুমাইয়াকে এক বছর ও অনিকা তাবাচ্ছুমকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে।