জিজ্ঞাসাবাদে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছে আরিফ- সাবরিনা
- আপডেট সময় : ০৭:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস পরীক্ষার নামে মনগড়া রিপোর্ট তৈরি করে সরবরাহের দায়ে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে জেকেজি হেলথকেয়ারে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের জানিয়েছেন।
সকালে ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বুধবার আরিফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর আরিফ ও সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দু’জনই প্রাথমিকভাবে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেছেন। তবে প্রতারণার জন্য একজন আরেকজনকে দোষারোপ করেছেন। জেকেজির মাধ্যমে প্রতারণার বিষয়টি স্বীকার করলেও আরিফ বা সাবরিনার কার কী ভূমিকা, কিংবা কার কী দোষ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার।