জিয়াউর রহমানের খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা হবে না : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রীয় খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যারা মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন, তাদের খেতাব থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ।
স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানে খেতাব বাতিল হলে সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও বাতিল হবে।
গাজীপুরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে দালিলিক প্রমাণসহ খন্দকার মোস্তাক, জিয়াউর রহমানসহ আরো অনেকের নাম এসেছে।
মুক্তিযোদ্ধা কাউন্সিলের এমন সিদ্ধান্তে আইনি কোন বাধা আছে কিনা এ প্রশ্নেব জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান , যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন, তাদের খেতাব থাকা অধিবার নেই।
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ পড়বে। একইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে।