জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশা
- আপডেট সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশায় জন ভোগান্তি এখন চরমে। বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যানবাহন আটকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের বিশমাইল-জিরাবো সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শত শত যানবাহন যাতায়াতে প্রতিদিন চরম দূভোগ পোহাতে হচ্ছে গাড়িচালক আর পাথচারীদের। সড়কের বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। ক্ষোভ আর হতাশা নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে এভাবেই দূর্ভোগের কথা ব্যক্ত করেন স্থানীয় এলাকাবাসী।
খানাখন্দে ভরা এ রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা,যানজটে ভোগান্তি চরমে
যান চলাচলে দূর্ভোগের কথা জানালেন পরিবহন শ্রমিকরা।
দায় স্বীকার করে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান গুরুত্ব বিবেচনায় সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের এ প্রকৌশলী বলেন, আপাতত অস্থায়ীভাবে সংস্কার করা হয়েছে সড়কটি। আগামী মাসেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যার প্রক্রিয়া অব্যাহত রয়েছে…
দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।