জিয়াউর রহমানের খেতাব বাতিলের এখতিয়ার জামুকার নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের খেতাব বাতিলের এখতিয়ার জামুকার নেই। সরকার এটা করলে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানগুলো বানচালে নানারকম পাঁয়তারা করছে সরকার। কোথাও কোনো জমায়েত করা যাবে না, পুলিশের বিশেষ শাখার মহাপরিদর্শক মনিরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে করে সুবর্ণ জয়ন্তী উদযাপন ব্যাহত কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল।