জিয়াউর রহমানের পদক নিয়ে টানাহেঁচড়া করলে পরিনাম ভালো হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের পদক নিয়ে টানাহেঁচড়া করলে পরিনাম ভালো হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়ার পদক বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এমন হুঁশিয়ারী দেন তারা।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জিয়ার পদক কেড়ে নিতে সরকারের ষড়যন্ত্র নস্যাতে নেতাকর্মীরা আন্দোলন গড়ে তুলবে। খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে সেদিনই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে যেতে হবে। প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায়, সমস্যার সমাধান হবে রাজপথের আন্দোলনে। জিয়ার খেতাব নিয়ে টানাটানি, তার খেতাব কেড়ে নেয়ার চিন্তাও যদি কেউ করে, তাহলে তা যুদ্ধাপরাধীর চাইতেও বড় অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি।