জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিএনপি প্রতারণা করছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিএনপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সেনাবাহিনীর নির্দেশে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হয়। তবে জিয়ার নামে যে মরদেহ আনা হয়, সেই মরদেহ জিয়ার ছিল না। সে সময় তিনজন সেনা অফিসারের মরদেহ একসঙ্গে ছিল। সেখান থেকে না দেখেই একটি মরদেহ ঢাকায় আনা হয়। ফলে এটা যে জিয়ার মরদেহ তার প্রমাণ নেই। মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫০ বছর পরও দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে। তারা মুক্তিযুদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন।