জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সকালে দলের দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালন করা হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা মহিলা বিএনপি’র সভানেত্রী সুফিয়া হকসহ অনেকেই। নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান ফ্যাসিবাদি সরকার- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম পদক বাতিল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার ফরমায়েশি রায় দিয়েছে। রায় বাতিল না করা হলে সরকারের পতনেরও হুঁশিয়ারি দেন তারা।