জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন : তথ্য প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন দাবি করে তার বিচারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
সকালে জামালপুরের পোগলদীঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ধিত সভায় একথা বলেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তিনি।