জীবন দিয়ে হলেও আ’লীগকে বাকশাল কায়েম করতে দেয়া হবে না
- আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
দেশের জনগণ নৌকাকে প্রত্যাখ্যান করেছে জেনেই আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়াবাদী ওলামা দল।
জীবন দিয়ে হলেও আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, উপজেলা নির্বাচনে নৌকি প্রতীক না দেয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের আত্মস্বীকৃত পরাজয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন , আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান নজরুল ইসলাম খান