জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল আর পেরে উঠতে পারলেন না মৃত্যুর সঙ্গে।
খবরটি নিশ্চিত করেছেন মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা। গত ১৪ মার্চ শংকটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় মোশাররফ রুবেলকে। সেখানে এক মাসের মতো থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। গত ১৭ এপ্রিল বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আবারও অসুস্থ হলে, এক দিন পর নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে।