জীবন যাত্রার মান উন্নয়নে এবারের বাজেট বিশেষ ভূমিকা রাখবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জীবন যাত্রার মান উন্নয়নে এবারের বাজেট বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা।
তবে, বিএনপির সংসদ সদস্য হারুনুর রদিশ বলেন, বাজেটে করোনা মোকাবেলায় সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা নেই। স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তায় উল্লেখ্য যোগ্য কোন বরাদ্দ নেয় বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংস্কার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ প্রত্যাহার করার আহবান জানান তিনি। এসময় সংসদে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।