জুয়ার সাইট চালিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
বিভিন্ন ভিআইপি জায়গায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রবেশ করে মোবাইল, ব্যাগ, ল্যাপটপ, টাকা, অলংকার ইত্যাদি চুরি করা অভিজাত চোরচক্রের একজন মহিলা সদস্য জোবাইদা ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন এ্যাপস খুলে, জুয়ার সাইট চালিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ জনকে আটক।
জোবাইদা ইসলাম অভিজাত চোর।দেখলে বোঝার উপায় নেই তিনি একজন মহিলা চোর।টার্গেট চাকরিজীবী নারী, করতেন চুরি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, রেডিসন এবং সোনারগাঁও এর মতো অভিজাত হোটেলে। অংশ নিতেন বিভিন্ন সভ্য-সেমিনারে। চোরাইকৃত জিনিস ব্যবহার করে যাপন করতেন অভিলাষী জীবন। দেশ জুড়ে কিছু চিনা নাগরিক প্রতারণার ফাঁদে পেতেছেন। বিভিন্ন এ্যাপস খুলে, জুয়ার সাইট চালিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে চক্রটি। এ চক্রের ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।