জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সারাদেশে ঘটে যাওয়া চলমান সংকট ও সমস্যা সমাধানে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের চেয়ারম্যান এনামুল হক খান দোলন। এক সংবাদ সম্মেলনে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
এসময় সারাদেশে চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি জুয়েলারি শিল্পের নিরাপত্তার জোরদারের দাবি জানান এনামুল হক খান। বলেন বিভিন্ন সময়ের হামলার ঘটনায় ১৯৮০ সাল থেকে এখনো পর্যন্ত ২০ জন নিহত, সহস্রাধিক মানুষ আহত হয়েছে। এসব হামলায় সারাদেশে অগণিত ব্যবসায়ীরা পঙ্গু হয়েছে পণ্য সংরক্ষণের করতে গিয়ে। জুয়েলারি শিল্পের নিরাপত্তার বিমার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকাসহ সারাদেশে জুয়েলারি শিল্প ব্যবসায় জড়িতদের এই বিমার আওতায় আনা হবে।