জেতার পর কী বললেন রোহিত, রাহুল, অশ্বিন
- আপডেট সময় : ১২:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর ভারত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে। তারপর মুখ খুলেছেন রোহিত শর্মারা।
তিনি নিজে এক রানও করতে পারেননি। ইশান কিশান, শ্রেয়স আইয়ারের মতো শূন্য রানে ড্রেসিং রুমে ফিরে গেছেন। দুই রানে তিন উইকেট। চেন্নাইয়ে ভরা স্টেডিয়াম চুপ। সেখান থেকে ম্যাচ জেতার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বললেন, কে এল রাহুল ও বিরাট কোহলি অসাধারণ ব্যাট করেছেন। সেই সঙ্গে দলকে জেতাবার পিছনে ছিল অসাধারণ ফিল্ডিংও।
রাহুল বলেছেন, ভারতের সব ক্রিকেটার প্রতিটি রান বাঁচাবার জন্য ঝাঁপিয়েছেন। মাঠে তারা নিজেদের উজাড় করে দিয়েছেন। ফলে আমরা ফিল্ডিংয়ের জোরে অনেক রান বাঁচিয়েছি।
রোহিত বিশেষ করে উল্লেখ করেছেন ইশান কিশানের কথা। তিনি এমনিতে উইকেটরক্ষক। কিন্তু ম্যাচে কে এল রাহুল উইকেট রক্ষার দায়িত্বে ছিলেন। শুভমন গিল অসুস্থ থাকায় ইশান টিমে ঢোকেন। তিনি মূলত বাউন্ডারিতে ফিল্ডিং করেছেন এবং প্রচুর রান বাঁচিয়েছেন।
রোহিত বলেছেন, দারুণ জয় পেয়েছে ভারত। তবে দুই রানে তিন উইকেট পড়ে যাওয়ায় প্রবল চাপের মধ্যে ছিলেন তিনি। রাহুল জানিয়েছেন, কোনো অধিনায়কই এরকমভাবে ইনিংস শুরু করতে চান না।
তার মতে, অস্ট্রেলিয়ার বোলাররা তখন ভালো বল করেছেন, কিন্তু ভারতীয় ব্যাটাররা খারাপ শট খেলে আউট হয়েছেন।
রোহিত জানিয়েছেন, বিরাট ও রাহুল খুব বুদ্ধি করে খেলেছেন এবং রান করেছেন। দুজনেই অসাধারণ খেলেছেন। আর বোলাররাও খুব ভালো বল করেছেন। পেসাররা রিভার্স সুইং পেয়েছেন। স্পিনাররা অসাধারণভাবে পিচকে কাজে নাগিয়েছেন।
অশ্বিন যা বললেন
আবার একদিনের দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চেন্নাইয়ের ছেলে। ঘরের মাঠে খেলার পর তিনি জানিয়েছেন, তিনি তো রোহিত ও বিরাটকে বলেই দিয়েছিলেন, তিনি আর একদিনের ক্রিকেট খেলতে চান না। তবে রোহিতরা তাকে বলেছিলেন, দরকার হলেই ডাকব। সেই দরকার পড়ে অক্ষর প্যাটেল আঘাত পেয়ে দলের বাইরে চলে যাওয়ায়। তার জায়গায় অশ্বিন সুযোগ পান।
৩৭ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছেন, চেন্নাইয়ের এমন পিচ তিনি আগে দেখেননি। অনেক জায়গায় পিচ ভেঙে গেছে। বল পড়ে নিচু হচ্ছে। তারও গোটা আটেক বল লেগেছিল পিচটা বুঝতে।
কেন হতাশ রাহুল?
ছয় মেরে ম্যাচ জিতিয়েও বসে পড়েন কে এল রাহুল। তাকে কিছুটা হতাশ লাগছিল। কেন এই হতাশা? ম্যাচের পর জানালেন রাহুল। বললেন, খুব হিসাব কষে খেলছিলাম, যাতে শতরানটা পেতে পারি। সেটা সম্ভব ছিল যদি চার ও ছয় মারা যায় তাহলেই। বলটা তিনি একটু জোরেই মেরেছিলেন। তবে শতরান হাতছাড়া হওয়ার পরেও রাহুল জানিয়েছেন, তার আক্ষেপ নেই। দলের জেতাটা বড় কথা।
কোহলির রেকর্ড
শচিন টেন্ডুলকররের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। তিনি একদিনের বিস্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করলেন। শচিন দুই হাজার ৭১৮ রান করেছিলেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রান করার পর বিরাটের রান গিয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৮৫।
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ