জেদ্দায় ইডিসি পরিচালনার দায়িত্ব জামাত-বিএনপির, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৯:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রবাসীদের পাসপোর্ট সুবিধা সেবার কথা বলে রিয়াদ দূতাবাস জামাত-বিএনপির কাছে প্রবাসী সেবা কেন্দ্র- ইডিসি পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ করেছে জেদ্দার আওয়ামী পরিবারের দশটি সহযোগি সংগঠন। এর প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন করেছে।
গতরাতে জেদ্দার একটি হোটেলে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান শামীম। তিনি অভিযোগ করেন, ইডিসি সরকারের একটি বৈপ্লবিক পরিকল্পনা। এর যথাযথ বাস্তবায়ন চায় সবাই। এটি বাস্তবায়ন হলে প্রবাসীরা বেশি লাভবান হবে। কিন্তু যারা এই ইডিসিগুলোর দায়িত্ব পেয়েছেন তারা অতীতের আইরিশ অফিসের সাথে যুক্ত এবং রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে। তাই এদের দিয়ে কখনো প্রবাসীদের উন্নয়ন হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি ফজলুল হক ভিকু, ফেন্ডস অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অজিউল্লাহ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম ভূঁইয়া এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া।