জেরুজালেমে পুনরায় মার্কিন কনস্যুলেট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন
- আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনির জনগণের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং তাদের সহায়তার জন্য জেরুজালেমে পুনরায় মার্কিন কনস্যুলেট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
মঙ্গলবার সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। তবে কবে নাগাদ কনস্যুলেট চালু হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এ সময় প্রতিশ্রুতি মোতাবেক দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে জেরুজালেমে অবস্থিত অফিসটি সরিয়ে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কও ছিন্ন করে দেন কট্টর ইহুদিবাদী এবং মুসলিমবিদ্বেষী প্রশাসন। দূতাবাসটি দীর্ঘদিন ধরে একটি স্বায়ত্তশাসিত অফিস হিসেবে ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করে আসছিল।