জেলা পরিষদ নির্বাচন নিয়ে দিনাজপুর ও নড়াইলে চলছে নানা বিশ্লেষণ
- আপডেট সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর। ভোট পেতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কে হবেন জেলা পরিষদ চেয়ারম্যান, তাই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এদিকে..নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেও প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
দিনাজপুরে পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে জেলার ১৩ টি উপজেলার বাজার ও পথঘাট। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সদস্যদের বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা ।চাইছেন নিজের পক্ষে সমর্থন।
জেলায় ত্রিধা বিভক্ত আওয়ামী লীগ। এমন বাস্তবতায় জয়ের ব্যাপারে আশাবাদী চেয়ারম্যান প্রার্থী এই জাতীয় পার্টির এই নেতা।
এদিকে ভোটাররা বলছে তারা যোগ্য প্রাথী দেখে ভোট দিবেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট নেওয়া হবে ইভিএম পদ্ধতিতে। সুষ্ঠভাবে নির্বাচনের আশাবাদ নির্বাচন কমিশনের।
এদিকে আগামী ১৭ অক্টোবর নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মারধর ও ভয়ভীতিসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে।
চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।
ভোটাররা বুঝে-শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান।
এদিকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানালেন জেলা রিটার্নিং অফিসার।
আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।