জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তা ঘুরে দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে রুশ সেনারা সরে গেলেও বিভিন্ন স্থানে এখনও হামলা চলছে। এমন অবস্থায় হঠাৎ করেই ইউক্রেন সফরে গিয়ে স্তম্ভিত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তাও ঘুরে দেখেন তিনি।
৯ এপ্রিল অনির্ধারিত সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য এই সফর করেন বরিস জনসন। সফরে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেয়ার নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুজোভা গ্রামের একটি কবরে কয়েক ডজন বেসামরিক ইউক্রেনীয়ের মরদেহ পাওয়া গেছে। শনিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রামটি কয়েক সপ্তাহ রুশ বাহিনীর দখলে ছিল। তবে, গ্রামটি এখন রুশ সেনামুক্ত।