জেল জরিমানা সংশোধনসহ ১১ দফা দাবিতে বাস চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৩:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নতুন সড়ক পরিবহন আইনের জেল জরিমানা সংশোধনসহ ১১ দফা দাবিতে নড়াইল, রাজশাহী ও ঝিনাইদহে অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
নড়াইলের ৫টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। গতকাল সন্ধ্যা থেকে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, বাস বন্ধ রাখার ব্যাপারে সংগঠন কোন সিদ্ধান্ত নেয় নি।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রাজশাহী থেকে সকল আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। সকাল ৯টার পর থেকে হঠাৎ করেই পরিবহন ধর্মঘটের ডাক দেয় তারা। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
ঝিনাইদহের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। সকাল থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এতে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। বাস না পেয়ে অনেকে ইজিবাইক ও মহাসড়কে নিষিদ্ধ ৩ চাকার যানবাহনে চলাচল করছে।