জেসিআই ঢাকা ইস্ট ও জেসিআই নিউইয়র্ক সিটির সাথে ‘বেটারকাইন্ড’র যাত্রা শুরু
- আপডেট সময় : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সম্প্রতি জেসিআই ঢাকা ইস্ট ও জেসিআই নিউইয়র্ক সিটির সাথে ‘বেটারকাইন্ড’ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই প্রজেক্টটির প্রথম সেশনটি অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন ফ্রান্সের ডা. কার্ট বার্নস্। ২০০৪ সালে তিনি অসামান্য অবদানের জন্য ফরাসী প্রজাতন্ত্র কর্তৃক ‘দা অর্ডার অব একাডেমিক পামস্’ উপাধিতে ভূষিত হন। প্রথম সেশনের বিষয় ছিল ‘কেয়ার বিয়ার মনোভাবের বিরুদ্ধে ক্ষমতায়ন’।
প্রথম অধিবেশনে, জেসিআই ঢাকা ইস্টের ২০২২ লোকাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান এবং ২০২২ সালের জেসিআই নিউইয়র্ক সিটির লোকাল প্রেসিডেন্ট ব্রিশিনি রাওজি, প্রোজেক্ট ডিরেক্টর তাহসিন জামান এবং প্রোজেক্ট লিড আহমেদ ইমতিয়াজ সামাদ সহ অন্যান্য জেসিআই ঢাকা ইস্ট এর মেম্বাররা উপস্থিত ছিলেন।
‘বেটারকাইন্ড’ ইনিশিয়েটিভ হলো জেসিআই নিউ ইয়র্ক সিটির পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে একটি, যা অংশগ্রহণকারীদের মনস্তাত্ত্বিকভাবে স্বাস্থ্যবান, প্রোডাক্টিভ এবং আরও ধৈর্যশীল করার জন্য ভালো অভ্যাস গড়ে তোলা নিয়ে কাজ করে।
এই বছর অনুষ্ঠানটি কর্মক্ষেত্রের জন্য উপযোগী কিছু অভ্যাস ও দক্ষতা গড়ে তোলার বিষয়ে জোর দেবে, যা আমাদের ভবিষ্যতের জন্য উপযোগী করতে এবং চাকরির বাজারে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে কাজে লাগবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অভ্যাস গঠনের সর্বশেষ গবেষণা এবং কিছু অভ্যাস পরিবর্তন সহজ হওয়া এবং অন্যগুলো সহজ না হওয়ার কারণ সম্পর্কে শিখবে। তারা বুঝতে পারবে জীবনের দীর্ঘ-মেয়াদী লক্ষ্যের সাথে সাংঘর্ষিক নয়, এমন অভ্যেস গড়ে তোলার পরিপ্রেক্ষিতে কীভাবে জীবনের সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য বেছে নিতে হয়।
আগস্টে অংশ গ্রহণকারীদেরকে, ‘২১ দিনের অভ্যাস অনুশীলন চ্যালেঞ্জ’এ ২১ দিনের জন্য বেছে নেওয়া অভ্যাসগুলোর অনুশীলন করতে হবে। অংশগ্রহণকারীরা যারা ২১ দিনের প্রশিক্ষণ সম্পূর্ণ করবে, তারা একটি ‘বেটারকাইন্ড চ্যাম্পিয়ন মেডেল’ অর্জন করবেন। অংশগ্রহণের সার্টিফিকেট সকল অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগস্টে প্রদান করা হবে। মোট ৫০ সংখ্যক অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন করেন এবং প্রশিক্ষণটি সম্পন্নও করবেন বলে আশা করা যায়।