জেসিআই ঢাকা সাউথের পক্ষে সেহরি সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ১০:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে প্রায় ৩০০ জন অসচ্ছল পরিবারকে সেহরি সামগ্রী বিতরণ করা হয়। জেসিআই বাংলাদেশের লোকাল প্রেসিডেন্ট ইকবাল এলাহী খানের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও ‘সেহরির সহযাত্রী’র কার্যক্রম করা হয়েছে।
সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অসচ্ছল পরিবারের হাতে সেহরির খাবার প্যাকেট তুলে দেন জেসিআই ঢাকা সাউথের বোর্ডের মেম্বার ও জেনারেল মেম্বাররা। এছাড়াও আরও সহযোগিতা প্রদান করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজি ফাহাদ।
প্রতিবছর পবিত্র রমজান মাসে জেসিআই ঢাকা সাউথ গরীব মানুষদের জন্য সেহরি, ইফতার এবং ঈদের খুশির সামগ্রী প্রদান করার মাধ্যমে দেশের আরও সকল মানুষদের সমাজকল্যাণমূলক কাজে পাশে থাকার আমন্ত্রণ জানায়।
উল্লেখ্য, জেসিআই একটি নন-প্রফিট ইন্টারন্যাশনাল এবং নন-গভারমেনটাল যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয় নাগরিক গড়ে তোলার কার্যকলাপ করে থাকে। জেসিয়াই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ এবং সাইত্রিশ টি চ্যাপ্টার এর সমন্বয়ে গঠিত। যার মধ্যে ‘জেসিআই ঢাকা সাউথ’ একটি অন্যতম স্বনামধন্য চ্যাপ্টার।