জোরদার হচ্ছে পদ্মা সেতু এবং আশপাশ এলাকার ফেরি চলাচল রুটের ওপর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জোরদার হচ্ছে পদ্মা সেতু এবং আশপাশ এলাকার ফেরি চলাচল রুটের ওপর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা। ফেরি কোন রুটে, কত গতিতে চলছে, তা মনিটরিংয়ে প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেয়া হচ্ছে।
ফেরিতে কর্মরত চালক ও কর্মচারীদের ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ এবং তাদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। ফেরি যাওয়া-আসার পৃথক রুট চিহ্নিত করে সেগুলো মার্কিং করার কাজ চলছে। পদ্মা সেতুর পিলারে তিনবার আঘাতের পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এদিকে, ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারে ক্ষতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছবিটি ভুয়া বলে দাবি করেছে সেতু বিভাগ।