জোয়ারের পানিতে সুন্দরবন থেকে ভেসে এলো ৩টি মৃত হরিণ
- আপডেট সময় : ০২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস-জোয়ারের পানিতে সুন্দরবনে বন্য প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এদিকে, সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরুপণে ৪ জনের তদন্তের কমিটি গঠন করেছে বনবিভাগ।
এর মধ্যে লোকালয়সংলগ্ন বলেশ্বর নদ থেকে উদ্ধার হওয়া একটি হরিণের পেটে বাচ্চা ছিল। জলোচ্ছ্বাস ও পূর্ণিমার অতিরিক্ত জোয়ারে হরিণ ছাড়াও সুন্দরবনে অন্য আরও বন্য প্রাণী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে জোয়ারের পানিতে ভেসে আসে একটি মৃত হরিণ। এর আগে বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে কোস্টগার্ড অফিসের সামনে ভেসে আসে আরো একটি মৃত হরিণ। বনের কচিখালী অভয়ারণ্য থেকে বিকেলে বন বিভাগ উদ্ধার করে আরও একটি মৃত হরিণ।বন বিভাগের ধারণা, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জোয়ারের পানিতে ডুবেই হরিণগুলো মারা গেছে। পরে জোয়ারের পানিতে ভেসে এগুলো আসে।