জো বাইডেন ৮ দিনের সফরে ইউরোপ যাচ্ছেন
- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্ক পুনর্গঠনে ৮ দিনের সফরে ইউরোপ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার ব্রিটেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বাইডেনের এটাই প্রথম বিদেশ সফর। প্রথমে কর্নওয়ালের সেন্ট আইভসের সমুদ্র উপকূলবর্তী একটি গ্রামে পৌঁছাবেন তিনি। সেখানেই জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এই বৈঠকে ভ্যাকসিন কূটনীতি, বাণিজ্য, জলবায়ু এবং উন্নয়নশীল বিশ্বের অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। বাইডেনের এমন প্রচেষ্টাকে মার্কিন কর্মকর্তারা চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উপায় হিসেবে বিবেচনা করছেন। এদিকে, ইউক্রেন, সাইবার হামলা, পুতিনের কঠোর সমালোচক নাভালনির কারাগারে থাকা এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ জুন বৈঠকে বসার কথা রয়েছে।