জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও হবিগঞ্জে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে রইছউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মৃত রইছউদ্দিন ৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে শহীদুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার জানান, গার্মেন্টস কর্মী শহীদুল গত ১ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়ীতে ফেরেন। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিলো।
জয়পুরহাটের পাঁচবিবিতে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ছানোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছানোয়ার পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া গ্রামের হাবিবের ছেলে। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, ছানোয়ার গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। তার মৃত্যু করোনা ভাইরাসে হয়েছে কিনা তা নিশ্চিত হতে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রায়ণ প্রকল্পে শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আশ্রায়ণ প্রকল্পটিতে জনগণের চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছে প্রশাসন।