জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা ২ জন, সাতক্ষীরায় ২ জনসহ গোপালগঞ্জ, জামালপুর, ফেনী ও পটুয়াখালীতে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে করোনা সংক্রমণ রোধে মৃতদের বাড়ি ও আশপাশের কয়েকটি গ্রামের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
খুলনায় করোনা উপসর্গে সকালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত নুরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর এবং ফেরদৌসি আরা নগরীর লবণচরা এলাকার বাসিন্দা ছিলেন। ফেরদৌসী আগে থেকে যক্ষ্মা রোগী ছিলেন। এদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় নৈশ প্রহরী আব্দুর রহিম এবং আশাশুনির কাকবাশিয়া গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিমের মৃত্যু হয়েছে।তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা উপসর্গে নাদিম মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুশান্ত বৈদ্য। নাদিম মোল্লা ক’দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ী কোটালীপাড়ার বান্ধাবাড়ীতে আসে। মৃতদেহের নমুনা সংগ্রহ করে তার বাড়িটি লকডাউন করাসহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জামালপুরের বগাবাউদ এলাকায় করোনা উপসর্গ নিয়ে সাম্মী আক্তার নমে এক নারী মারা গেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
ফেনীর দাগনভুঁইয়ায় জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুরে অসুস্থ্য অবস্থায় মারা যান তিনি।করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, পটুয়াখালীর ২৫০শয্যার হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি।