জ্বর, সর্দি- কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বগুড়া, গাইবান্ধা, গোপালগঞ্জ ও নোয়াখালীর চাটখিলে জ্বর, সর্দি- কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়িতে শনিবার রাতে মোহাম্মাদ আলী নামে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। অন্যদিকে, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনা পজেটিভ এক পুলিশ সদস্যসহ পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রগুনাথপুর গ্রামে গেলো রাত ১০টার দিকে রাশিদুল ইসলাম নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, কৃষক রাশিদুল ইসলাম গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গে ভূগছিলেন।
নোয়াখালী চাটখিলে করোনা উপসর্গ নিয়ে ফিরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফিরোজা বেগমের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে। শনিবার রাত সাড়ে এগারোটায় দিকে শ্বাসকষ্ট, কাশি, সর্দিতে তিনি মারা যান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সায়মা আক্তার নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়। ওই শিশুর পিতা নুর ইসলাম শেখ ৭/৮ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে।শিশুটি ৬/৭ দিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলো।