জ্বালাও-পোড়াও করে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বাস্তববাদী দেশ। অতীতের মতো আওয়ামী লীগ সরকার গঠনের পর এবারো তারা নতুন সরকারকে সমর্থন দেবে। জনসমর্থন যাচাইয়ের জন্য বিএনপিকে ক্ষমা চেয়ে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের মসজিদে জুম্মার নামাজশেষে তিনি একথা বলেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জ্বালাও-পোড়াও করে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। পরে মন্ত্রী হযরত শাহজালালের দরগাহ চত্বরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে হযরত শাহজালালের মাজারে একশ’ কেজি খেজুর প্রদান করা হয়।