জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হবে সরকারের জনবিরোধী সিদ্ধান্ত : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হবে সরকারের জনবিরোধী সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি।
এতে প্রমাণিত হবে, দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই। সম্প্রতি দেশের কোম্পানিগুলো দ্বিগুণ দাম বাড়িয়ে গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। বিবৃতিতে জিএম কাদের আরো বলেন, গ্যাসের দাম বাড়লে রফতানি পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাতে হুমকির মুখে পড়তে পারে দেশের গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প। এ অবস্থায় আন্তর্জাতিক বায়িং হাইজগুলো মুখ ফিরিয়ে নিতে পারে বলে সতর্ক করেন তিনি।