জ্বালানি তেলের দাম নামমাত্র কমানোয় প্রভাব নেই বাজারে
- আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রেকর্ড পরিমান জ্বালানি তেলে দাম বাড়ানোর পর প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার। এর কোন প্রভাবই পড়েনি বাজারে। আর নামমাত্র তেলের দাম কমানোয়, খুশি হয়নি সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আগস্টের আগের দাম পুনর্বহালের দাবি জানান তারা।
বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে, ৫ আগস্টে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এর পরপরই বাজারে যেন আগুন লাগে। বাস ভাড়া, ট্রাক ভাড়াসহ সব নিত্য পন্যের দাম বেড়ে যায়। মানুষের কথা চিন্তা করে গেলো রোববার তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমায় সরকার।
সাধারণ মানুষ বলছে, তেলের দাম লিটারে মাত্র ৫ টাকা কমানোয় উৎপাদন, বিপণন কিংবা কোনো কিছুতেই তার প্রভাব পড়েনি। দাম নিয়ে ক্ষুদ্ধ ক্রেতরাও। তারা দাম বাড়ানোর আগের দামেই তেল বিক্রির দাবি জানান।
দাম বাড়ানোর কারণে, তেলের বিক্রি কমে গেছে বলে জানালেন, তেল ব্যবসায়ী নেতারা।
জীবনযাত্রা ব্যয় কমাতে জ্বালানি দলের দাম আরও কমানোর দাবি করেছেন সবাই।