জ্বালানি তেলের দাম বৃদ্ধি : ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে লঞ্চ মালিকদের ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে এবার ধর্মঘট শুরু করেছে লঞ্চ মালিকরা।
তেলের দাম কমানো ও ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল থেকে পটুয়াখালী ও ঢাকা রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, মালিক পক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।এদিকে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় টার্মিনালে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।