জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বেড়েছে ট্রাক ভাড়া
- আপডেট সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বেড়েছে ট্রাক ভাড়া। হঠাৎ পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে গিয়ে আমদানিকারক, পরিবহন এজেন্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টদের হিমশিম খেতে হচ্ছে।
আমদানিকারকরা জানান, তেলের মূল্য বৃদ্ধির কারণে ট্রাক মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। আগে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার টাকা। গতকাল ভারত থেকে আমদানি হয়েছে ২৭২ পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৫৬টি পণ্যবাহী ট্রাক। আর বেনাপোল বন্দরে ৫৫০টি ট্রাকের পণ্য খালাস করে পাঠানো হয়েছে দেশের বিভিন্ন স্থানে। আশুরা উপলক্ষে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ আছে আজ ।বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ট্রাকের ভাড়াও বৃদ্ধি পেয়েছে । বাড়তি দামে বর্তমানে কমপক্ষে একটি ট্রাকে ১০ হাজার টাকা বেশি লাগবে।