জ্বালানি তেলের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জনগণের অসুবিধা সম্পর্কে সরকার অবহিত আছে : পরিকল্পনা মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতি সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংকট মোকাবিলায় আরো সাবধান হতে সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি। সাভারে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন মন্ত্রী।
দুপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র সিআরপি এক অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিকদের মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জনগণের অসুবিধা সম্পর্কে সরকার অবহিত আছে। তিনি আরো বলেন, সংকটময় পরিস্থিতিতে দেশের কোন প্রকল্পের কাজ বন্ধ করা হয়নি। শুধু যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।