জ্বালানি তেলের বিষয়টি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ভাড়ার বাড়তি চাপ জনগণের সহনীয় পর্যায়ে রাখা হবে। এদিকে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জ্বালানি তেলের দাম যে পরিমান বাড়ানো হয়েছে, এটাই শেষ নয়। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার সকালে রাজধানীতে সরকারী বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। প্রতিবেশী দেশে পাচার রোধে সরকার অনিচ্ছা সত্বেও দাম পুনঃনির্ধারণ।
রোববার বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠকে জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এদিকে, দুপুরে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজেল ও কেরোসিনের দাম চিন্তা-ভাবনা করেই বাড়িয়েছে সরকার।
ধর্মঘট করে কোন সমাধান পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।