জ্বালানী ও কৃষিতে ভর্তূকির বোঝা আর টানা সম্ভব নয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে উপকূলের জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, আইইবি-র ৬০তম সমাবর্তনে সরকারের এ প্রস্তুতির কথা জানান তিনি। মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশ ও জাতির সেবা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
দেশের প্রকৌশল পেশাজীবীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আইইবি, যা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৭ মে। প্রতিষ্ঠার মাসেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ৬০তম সমাবর্তনের আয়োজন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বরেণ্য প্রকৌশলী ও আইইবি কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচিত শ্রেষ্ঠ কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর প্রতিনিধিদের হাতে সম্মানন স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ এবং নিবন্ধিত প্রকৌশলীদের অভিনন্দন জানান তিনি।
প্রকৌশল খাতের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবকাঠামো নির্মাণের সময় জলাধার সংরক্ষণে যত্নবান হবার পরামর্শ দেন তিনি।
বিএনপিকে সমারিক শাসকদের তৈরী করা দল উল্লেখ করে তিনি বলেন, জনকল্যান নয় দলটির নেতারা ব্যস্ত থাকেন ভোগবিলাসে।
ঘূর্নিঝড় মোখা মোকাবিলায় নিজ সরকারে প্রস্তুতির কথাও জানান সরকার প্রধান।
জ্বালানী ও কৃষিতে ভর্তূকির বোঝা আর টানা সম্ভব নয় জানিয়ে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।