জয়কে কার্যনির্বাহী সদস্য করে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রথম কার্যনির্বাহী সদস্য করে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
দুপুরে উপেজলা অডিটরিয়মে ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আজিজুর রহমান রাঙ্গা ও প্রধানমন্ত্রীর ভাতিজা তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজুসহ অনেকে বক্তব্য রাখেন। দীর্ঘ ছয় বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হল।