জয়নুল আবেদীনের মরদেহ দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সামরিক সচিব মেজর জেনারেল প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে মরদেহ দেখেতে যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম।