জয়পুরহাটে অবৈধ শ্যালো মেশিন চালিত ভটভটির সংখ্যা দিন দিন বাড়ছে
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে জয়পুরহাটে শ্যালো মেশিন চালিত লক্কর-ঝক্কর ভটভুটি দিন দিন বেড়েই চলেছে। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যান্য যানবাহন চলাচলে ঘটছে বিঘ্ন। অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ যানবাহনের মালিক ও শ্রমিকরা। অবৈধ ভুটভুটি বন্ধের দাবী জানিয়েছে স্থানীয় পরিবহণ মালিকরা। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার।
মালামাল টানতে কম খরচে জয়পুরহাটে সবচে পরিচিত পরিবহন শ্যালো মেশিনের নছিমন- করিমন- ভটভটি। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। মহল্লায় যত্রতত্র স্থানীয় যান রাখার ফলে তৈরি হচ্ছে যানজট।
চলাচলে বাধা পড়ায় স্থানীয়রা আছেন চরম ভোগান্তিতে। অবৈধ এ বাহন চলাচলের ওপর নিয়মিত প্রভাবশালীরা তুলছেন চাঁদা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
অবৈধ এসব যানবাহন বন্ধের দাবি জানিয়েছেন বৈধ পরিবহন মালিক সমিতির নেতারা।
যানজট নিরসনে ও দুর্ঘটনা কমাতে দ্রুত স্থানীয় এই যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার।
মানুষের জীবন রক্ষায় এই গাড়িগুলোর বিকল্প তৈরির কথা বলছেন স্থানীয়রা।