জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক চালকের মৃত্যু হয়েছে। পিকআপে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
সকাল ৮টার পর ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার মোকামতলা থেকে চাপাইনবাবগঞ্জে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। ঢাকাগামী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মাসুদ রানার মৃত্যু হয়। স্থানীয়রা আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত মাসুদ রানা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের বাসিন্দা।