জয় দিয়ে বিপিএলের নতুন মৌসুম শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জয় দিয়ে বিপিএলের নতুন মৌসুম শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়েছে ইমরুলের দল। আগে ব্যাট করে মোস্তাফিজ-নাহিদুলদের বোলিং তোপে মাত্র ৯৬ রানে অলআউট হয় সিলেট। জবাবে উত্তেজনা ছড়িয়ে ৮ বল হাতে রেখে জয় পায় কুমিল্লা। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর উইকেটের পুরনো রূপ আবারও নতুন করে দেখলো বিপিএল। হয়তো নতুন অভিজ্ঞতা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। কেননা সিলেটের দেয়া মাত্র ৯৭ রানের টার্গেটে খেলতে নেমে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে মমিনুল-ইমরুল কায়েসদের। ২ উইকেটের জয়ে আসর শুরু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
ব্যর্থতার শুরুটা সিলেটের। এনামুলকে দিয়ে শুরু। ৩ রানে এই ওপেনারকে ফিরেয়ে ব্রেক থ্রু আনেন নাহিদুল ইসলাম।
রান পেলেও ইনিংস বড় করতে পারেননি কলিন ইনগ্রাম। ২০ করে শহিদুল পেসে কাটা পড়েন এই প্রোটিয়ান।
হতাশ করেছেন মিথুন-বরি বোপারা-মোসাদ্দেকরাও। মান বাঁচানোর ম্যাচে কেউই প্রতিরোধ গড়তে পারেননি, অলক কাপালি, সোহাগ গাজীদের অভিজ্ঞতাও ব্যর্থ এদিন। মোস্তাফিজ নাহিদুলদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৯৬ রানে অলআউট হয় সিলেট সানরাইজার্স।
ছোট লক্ষ্য অথচ খাবি খেয়েছে কুমিল্লাও। ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু-প্লেসিরা মিরপুরের রহস্য ঘেরা উইকেটে বন্দি।
দলের বিপদ আরও বেড়েছে মমিনুল-ইমরুলের বিদায়ে। তবে, ছোট ছোট রানে বিপর্যস্ত দলকে আলোর পথ দেখিয়েছেন নাহিদুল-করিম জেনাত। পরে এই দুই ব্যাটারও আউট হলে উত্তেজনা বাড়ে ম্যাচে।
তবে, শেষ পর্যন্ত কুমিল্লার পা হরকাতে দেননি মহিদুল আর তানভির ইসলাম। এই দুইয়ের ব্যাটিং দৃঢ়তায় আসরে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।