ঝালকাঠিতে এমভি অভিযান-১০ এ আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নৌ-মন্ত্রণালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ এ আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নৌ-মন্ত্রণালয়। অন্যদিকে, লঞ্চের তিন মালিককে নৌ-আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
নৌ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত। হতাহতের জন্য মালিক, চালক, মাস্টার ও সার্ভেয়ার দায়ী বলে উল্লেখ করা হয়। এদিকে, কর্তব্যে অবহেলার অভিযোগে লঞ্চের তিন মালিককে আগামী ১৯ জানুয়ারি ঢাকার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। নৌ-আদালতের বিচারক জয়নাব বেগম এ আদেশ দেন। আসামী হামজালাল শেখ, শামীম আহমেদ ও রাসেল আহম্মেদকে বর্তমানে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামের ওই লঞ্চে আগুন লেগে নিহত হন ৪৩ জন।