ঝালকাঠিতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে দুটি আলাদা ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। ঢাকাসহ জেলার বাহির থেকে
আসা রোগীদের টেষ্ট করার পরে ডেঙ্গু ইউনিটে ভর্তি করা হচ্ছে। তবে চিকিৎসকদের নির্দেশ মানছেন না ডেঙ্গু রোগীরা। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু টেষ্ট কিট রয়েছে। রোগীরা নিয়ম না মানলে বাধ্য করা হবে।
ঝালকাঠিতে এখন পর্যন্ত প্রায় অর্ধশত রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সদরে ৮জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। সদরসহ জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জন্য আলাদা করে ইউনিট খোলা হয়েছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, ২৪ ঘন্টা রোগীকে মশারি টানিয়ে রাখার কথা থাকলেও চিত্র ভিন্ন, রোগী ও স্বজনরা বলছে অতিরিক্ত গরমে এ নির্দেশ মানছেন না তারা।
সারাদেশেই ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটেছে। হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু কিট আছে, রোগীদের মশারি টানানোর নির্দেশ এবং পর্যাপ্ত মশারি দেয়া হয়েছে। তবে রোগীরা নির্দেশনা কেন মানছে না, সে বিষয়ে ব্যবস্থা নিয়ে এবং নিয়ম মানতে বাধ্য করা হবে বলে জানালেন এই চিকিৎসক।
সট- ডা. এইচ এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন, ঝালকাঠি।
জেলায় এখন পর্যন্ত ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন, সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৪ জন।