ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন নিহত হয়েছে
- আপডেট সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ আহত ৩৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার হয় ২০ জন। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এবং থানা পুলিশের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিলো বাশার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী বাসটি। এ সময় ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ইউপি ভবনের সামনে মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় বাস। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
বাসের ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিল এবং বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটনা ঘটে, বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঘটনার পর খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয়ার কথা জানায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।
দুর্ঘটনা কবলিত বাসটি পুকুর থেকে তোলা হয়েছে।
এঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।